রংবেরঙ
উইলসন কলেজের সেই মেয়েটি
মুম্বাইয়ের উইলসন কলেজে গণযোগাযোগে পড়াশোনা করা সেই মালবিকা মোহনন এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ। ২০১৩ সালে ‘পট্টম পোলে’ সিনেমায় দুলকার সালমানের বিপরীতে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক হয় তাঁর। সবশেষ তাঁকে থালাপথি বিজয়ের ‘মাস্টার’ সিনেমায় দেখা গেছে। মালয়ালাম ও তামিল ছাড়াও হিন্দি ও কন্নড় ভাষার সিনেমায় দেখা মেলে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় এ সুন্দরী। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২২ লাখ। ছবি : ইনস্টাগ্রাম থেকে