নিজস্ব প্রতিবেদক,এএনবি নিউজএজেন্সী ডটকম: আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বিদায় নিলে মাসের শেষভাগে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মৌসুমে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শীত বিদায়ের আগে তৃতীয় দফা শৈত্যপ্রবাহের বিস্তার ঘটে দেশের প্রায় সব জায়গায়। এর মধ্যে দেশের উত্তর জনপদের কয়েকটি জেলায় ছিল তীব্র শীত। ৩১ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে ‘মৃদু’; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে ‘মাঝারি’ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে ‘তীব্র’ শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।