বিনোদন প্রতিবেদক,এএনবি নিউজএজেন্সি ডটকম : মহামারীর কারণে ব্যক্তিগত আয়োজনে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ বিয়ে করেছেন বলে মঙ্গলবার এক ফেইসবুক স্ট্যাটাসে জানান। তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা পেশায় একজন উঠতি মডেল, অভিনেত্রী। পড়াশোনা করছেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে।
তবে কবে বিয়ে করেছেন তা নিশ্চিত করেননি হাবিব; তার স্ত্রী শিফার ফেইসবুকে দেখা গেছে ৭ জানুয়ারি বিয়ের তথ্য হালনাগাদ করা হয়েছে।
২০০৩ সালে লুবায়না নামে এক তরুণীকে বিয়ে করেছেন হাবিব। কয়েক মাসের ব্যবধানে সেই সংসারে বিচ্ছেদের পর ২০১১ সালের ১৩ অক্টোবর মায়ের পছন্দে চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন তিনি।
২০১৭ সালের ১৯ জানুয়ারি রেহানের সঙ্গে বিচ্ছেদ হয় হাবিবের। সেই সংসারে আলিম নামে এক ছেলে রয়েছে।