নতুন বছরের শুরুর দিনই প্রাথমিকের শিক্ষার্থীরা হাতে পেলো নতুন বই
নতুন বছরে নতুন বই
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : নতুন বছরের শুরুর দিন প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন করা হয়েছে। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের এই চিত্র পাওয়া গেছে।
প্রাথমিকের শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, সব বই সময়মত হাতে পাওয়ায় শুক্রবার ৯০ শতাংশ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারবেন তারা। আর মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা বলেছেন, সব ক্লাসের বই এখনও হাতে পাননি তারা। আগামী দুই থেকে সাত দিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে শিক্ষা অফিস থেকে তাদের জানানো হয়েছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার বছরের প্রথম দিন একসঙ্গে পাঠ্যপুস্তক উৎসব না করে ভাগে ভাগে ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি বই তুলে দেওয়া হবে। প্রাথমিক স্তরের বইগুলো শুক্র ও শনিবার এবং মাধ্যমিকের বইগুলো ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিতরণ করতে সরকারের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।