অর্থনীতিদৃষ্টি আকর্ষণবিশেষ প্রতিবেদন
দীর্ঘদিন ধরে ঊর্ধমুখী থাকা পেঁয়াজের দাম অবশেষে কমলো
পেঁয়াজের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : দেশে মুড়িকাটা পেঁয়াজের পাল্লা এখন ২০০ টাকা, কেজি ৪০ টাকা। শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪৫ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজ ৬০ টাকা আর পুরনো পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা রুবেল বলেন, গত তিন দিন ধরে ফরিদপুর অঞ্চলের নতুন মওসুমের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মূলত সে কারণেই সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকার মত।
নতুন আলুর দাম কমে এলেও পুরনো আলু এখনও আগের মতই ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া নতুন আলু এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
মৌসুমি শাকসবজির দামে তেমন কোনো হেরফের না থাকলেও আরেক দফা বেড়ে গেছে আমদানি করা আদা ও রসুনের দাম।