জাতীয়বিশেষ প্রতিবেদন
করোনাভাইরাস মহামারীর কারণে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলার আয়োজন স্থগিত করতে চায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ
আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলার আয়োজন স্থগিত হওয়ার সম্ভাপনা
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলার আয়োজন স্থগিত রাখার ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী শুক্রবার রাতে বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন জানাব। বইমেলা আপাতত পিছিয়ে দেওয়ার আবেদন থাকবে তাতে।
“পাশাপাশি অনলাইনে বইমেলা আয়োজন করা যায় কি না, সেটাও আমরা বিবেচনায় রাখতে অনুরোধ করব।” তবে বাংলা একাডেমির এমন সিদ্ধান্তে নাখোশ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
এ সংগঠনের সভাপতি ও সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ বলেন, “অমর একুশে গ্রন্থমেলা একটি জাতীয় বিষয়। এ ব্যাপারে বাংলা একাডেমি কোনোভাবেই একক সিদ্ধান্ত নিতে পারে না। এ বিষয়ে আমরা কিছু জানি না।”
তিনি বলেন, মহামারীর মধ্যে বইমেলার আয়োজন করা যাবে কি না, সেই সিদ্ধান্ত আসবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে।