কোভিড-১৯ : ভারতে প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি মৃত্যু
করোনাভাইরাসে ভারতে একদিনে সর্বাধিক মৃত্যু
নিউজ ডেস্ক, এএনবি নিউজএজেন্সি ডটকম : দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ দুই হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ভারতে ১১ হাজার ৯০৩ জনের মৃত্যু হল বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
এরমধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই কোভিড-১৯ এ পাঁচ হাজার ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৯ জনের মৃত্যু হয়। রাজ্যের প্রধান শহর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মৃত্যুর সংখ্যা তিন হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ৪৩৭ জনের মৃত্যু নিয়ে গুজরাটকে ছাড়িয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী দিল্লি। এখানে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৮৩৭ জনে দাঁড়িয়েছে। গুজরাটে মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৩ জনের। তামিল নাডুতে ৫২৮ জনের আর পশ্চিমবঙ্গে ৪৯৫ জনের।
দেশটিতে একদিনে আরও ১০ হাজার ৯৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ৫৪ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের এ সংখ্যা নিয়ে বিশ্বে চতুর্থ স্থান আছে ভারত। শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া ভারতের উপরে আছে।