করোনাভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বেতন কমাল ৩ ব্যাংক
তিন বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বেতন কমলো
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংকের পাশাপাশি সিটি ব্যাংক ও এবি ব্যাংকেই ইতোমধ্যে বেতন কমিয়ে দিয়েছে। আরও কয়েকটি ব্যাংক বেতন কমানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
সিটি ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের ১৬ শতাংশ বেতন-ভাতা কমিয়েছে। বেতন কমানোর এই সিদ্ধান্ত চলতি মাসের ১ জুন থেকেই কার্যকর হবে। বহাল থাকবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এক্সিম ব্যাংক বেতন কমিয়েছে ১৫ শতাংশ। এ ব্যাংকেও ১ জুন থেকেই কার্যকর হয়েছে। বহাল থাকবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এবি ব্যাংক মে ও জুন মাসের বেতন ৫ শতাংশ কমিয়েছে। আগামী মাসগুলোতে বেতন কমবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
তিন ব্যাংকে বেতন কমানোর খবর ছড়িয়ে পড়ায় ব্যাংক পাড়ায় ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু চাকরি হারানোর ভয়ে কেউ মুখ খুলছেন না।
সঙ্কটকালে কর্মীদের বেতন কমানোর এই সিদ্ধান্ত নিয়ে যেমন অসন্তোষ দেখা দিয়েছে, তেমনি বিএবির তৎপরতা নিয়েও উঠেছে প্রশ্ন।