জাতীয়বিশেষ প্রতিবেদন
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বনানীতে শায়িত মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : রবিবার সকালে রাজধানীর সোবহানবাগ জামে মাসজিদে এবং বনানী কবরস্থানে দুই দফা জানাজার পর নাসিমকে বেলা ১১টার দিকে দাফন করা হয় বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান।
বনানীতে জানাজা শেষে গার্ড অব অনার দেওয়া হয় একাত্তরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে। জাতীয় ও দলীয় পতাকায় মোড়া কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।
আওয়ামী লীগ, ১৪ দল, জাসদ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠন যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকও লীগসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় নাসিমের কফিনে।