দেশজুড়ে
চাটখিলে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার শিকার এলডিপি নেতা

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিলে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন এলডিপির স্থানীয় নেতা নিশাত চৌধুরী। মোটর সাইকেল যোগে একদল সন্ত্রাসী এ দিন দুপুরে তার উপর হামলা চালায়। নিশাত চৌধুরীকে হকিস্টিক দিয়ে মারধোর করা হয়। স্থানীয় এলডিপি নেতারা অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় স্থানীয় ক্যাডাররা তার উপর হামলা করে। গুরুত্বর আহত নিশাত চৌধুরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা এলডিপি সভাপতি সাদাকাত হোসেন।