শাওয়ালের চাঁদ শুক্রবার দেখা যায়নি, সৌদি আরবে ঈদ রবিবার
সৌদি আরবে ঈদ রবিবার , মসজিদে হবে না জামাত
নিউজ ডেস্ক, এএনবি নিউজএজেন্সি ডটকম : শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে রোববার ঈদ হবে, সৌদি কর্তৃপক্ষের বরাতে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর। আরবি পঞ্জিকা মেনে এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করেন বিশ্বের মুসলমানরা। এটাই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব।
রোজার ঈদের তারিখ নির্ধারণে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদ হবে রোববার, তা না হলে ৩০ রোজা পুরো করে সোমবার ঈদ হবে।
বাংলাদেশের আকাশে কোথায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।