জাতীয়বিশেষ প্রতিবেদন
আগামী ৩০ মে পর্যন্ত সাধারন ছুটি, ঈদের সময় যান চলাচল হবে নিয়ন্ত্রিত
লকডাউনের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার সকালে সরকারি আদেশ জারি হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, “ঈদের আগের চারদিন, ঈদের দিন এবং ঈদের পরের দুইদিন- এই সাতদিন সব ধরনের যানবাহন চলাচলে কঠোরতা অবলম্বন করা হবে। এই সাতদিন প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।”
“যে যেখানে অবস্থান করছেন, এবার সেখানেই তাকে ঈদ করতে হবে,” বলেন তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে ঈদুল ফিতর উদযাপিত হবে।