লকডাউনের মধ্যে রোজার সময় ঢাকা মহানগরীতে দোকান খোলা রাখার সময়সীমা ২ ঘণ্টা বৃদ্ধি
দোকান খোলা রাখা যাবে ৪ টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক,এএনবি নিউজএজেন্সি ডটকম : ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হচ্ছিল এতদিন। এখন বিকাল ৪টা পর্যন্ত সেসব দোকান খোলা রাখা যাবে।
“সম্মানিত নগরবাসীকে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে হবে।”
তবে কাঁচা বাজার ও সুপার শপগুলো আগের মতই সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতায় পড়বে না বলে মাসুদুর রহমান জানান।
ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, “ইফতারির সময় পর্যন্ত ইফতারি কেনা যাবে।”
তবে, রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রির সময় ক্রেতা-বিক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রেস্তোরাঁগুলো ইফতারি বিক্রির অনুমতি পেলেও কেউ সেখানে বসে খেতে পারবে না।