সম্পাদকীয় বার্তা : বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে জয় পেতে সময় লাগবে। মনোবল লাগবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন প্রত্যেকের সমর্থন ও দায়িত্ব। করোনাভাইরাসকে মোকাবেলা করতে প্রত্যেকের কিছু কাজ করা জরুরী।
ঘরে থাকুন। নিজেকে বাঁচান, পরিবারকেও রক্ষা করুন। করোনাভাইরাসকে আটকাতে খুবই জরুরী একান্ত ঘরে থাকা। খুব বেশী প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক, হ্যান্ড গ্লাভস্ ব্যবহার করুন। বাহির থেকে ঘরে প্রবেশ করেই প্রথমে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালো করে হাত-মুখ ধুয়ে পরনের পোষাক পরিবর্তন করে পরিষ্কার পোষাক পরিধান করুন।
অসুস্থ বোধ মনে করলে প্রথমে ফোনে চিকিৎসকের পরামর্শ নিন।
ঘর থেকে বেরিয়ে, দলবদ্ধ হয়ে হইচই করে করোনাভাইরাসের মোকাবেলা করা যাবে না। কোনো অন্ধবিশ্বাসে কিংবা গুজবে কান দেয়া যাবে না, সত্যটা প্রথমে জানুন।
আপনাদের একটি ভুলের কারণে আমাদের সবাইকে, গোটা দেশকে হুমকীর মুখে ঠেলে দিতে পারে।
কিছু দিন ঘরে থাকুন, দেশকে রক্ষা করুন। একতাবদ্ধ হয়ে জীবন ও দেশ বাঁচান।
মহান আল্লাহ্র কাছে সকলে সকলের জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন।