আন্তর্জাতিকবিশেষ প্রতিবেদনস্বাস্থ্য
কভিড-১৯: জাপানি গবেষকদের ভ্যাকসিন তৈরির দাবি
জাপানি গবেষকদের ভ্যাকসিন তৈরির দাবি
নিউজ ডেস্ক, এএনবি নিউজএজেন্সি ডটকম : জাপানে ওসাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যানজেসের যৌথ উদ্যেগে এ টিকা তৈরি হয়েছে বলে মঙ্গলবার অ্যানজেসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
ওসাকার ওই কোম্পানি জানিয়েছে, তাদের ডিএনএ ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে এবং তা শিগগিরই প্রাণীর ওপর পরীক্ষা করা শুরু হবে।
কভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসটি আরএনএ (রাইবো নিউক্লিক এসিড) ভাইরাস। তবে অ্যানজেস বলছে, তাদের তৈরি করা ডিএনএভিত্তিক ভ্যাকসিন করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়া প্রোটিনভিত্তিক ভ্যাকসিনের চেয়ে এটা দ্রুত উতৎপাদন করা সম্ভব।
জাপানের প্রভাবশালী ঔষধ কোম্পানি তাকারা এই ভ্যাকসিন বাজারজাত করার দায়িত্ব নিয়েছে।