জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশড করলো বাংলাদেশ
জিম্বাবুয়েকে টানা চার সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : শেষ হয়ে গেল জিম্বাবুয়ের ইনিংস। ৩৮তম ওভারে পরপর দুই বলে সিকান্দার রাজা ও চার্লটন সুমাকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
৫০ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৬১ রান করা রাজা সীমানায় ধরা পড়েন মোহাম্মদ নাঈম শেখের হাতে। পরের বলে ইয়র্কার সামলাতে না পেরে বোল্ড হয়ে যান সুমা। ২১৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে টানা চার সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩ ওভারে ৩২২/৩ (তামিম ১২৮*, লিটন ১৭৬, মাহমুদউল্লাহ ৩, আফিফ ৭; মুম্বা ৮-০-৬৯-৩, সুমা ৬-১-৪৮-০, রাজা ৭-০-৬৪-০, মাধেভেরে ৫-০-২৯-০, টিরিপানো ৮-০-৬৫-০, উইলিয়ামস ৯-১-৪৬-০)
জিম্বাবুয়ে: (৪৩ ওভারে লক্ষ্য ৩৪২) ৩৭.৩ ওভারে ২১৮ (কামুনহুকামউই ৪, চাকাভা ৩৪, টেইলর ১৪, উইলিয়ামস ৩০, মাধেভেরে ৪২, রাজা ৬১, মুতুমবামি ০, মাটোমবোদজি ৭, টিরিপানো ১৫, মুম্বা ৪* সুমা ০; মাশরাফি ৬-০-৪৭-১, সাইফ ৬.৩-০-৪১-৪, মিরাজ ৮-০-৪৭-০, মুস্তাফিজ ৬-০-৩২-১, আফিফ ২-০-১২-১, তাইজুল ৯-০-৩৮-১)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১২৩ রানে জয়ী বাংলাদেশ