ক্রিকেট ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়
ক্রীড়া প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
১৬৯ রানের জয় নিয়ে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এই সংস্করণে আগের সবচেয়ে বড় জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে ঢাকায় ৩২১ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ জিতেছিল ১৬৩ রানে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সবচেয়ে বড় জয়টি ছিল ১৪৫ রানে। ২০১৫ সালে ঢাকায় ২৭৩ রানের পুঁজি নিয়ে ওই জয় পেয়েছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৬ (লিটন ১২৬ আহত অবসর, তামিম ২৪, শান্ত ২৯, মুশফিক ১৯, মাহমুদউল্লাহ ৩২, মিঠুন ৫০, সাইফ ২৮*, মিরাজ ৭, মাশরাফি ০*; এমপোফু ১০-০-৬৮-২, মুম্বা ৮-০-৪৫-১, মাধেভেরে ৮-০-৪৮-১, টিরিপানো ৭-০-৫৬-১, রাজা ১০-০-৫৬-০, মুটুমবোদজি ৭-০-৪৭-১)
জিম্বাবুয়ে: ৩৯.১ ওভারে ১৫২ (কামুনহুকামউই ১, চিবাবা ১০, চাকাভা ১১, টেইলর ৮, মাধেভেরে ৩৫, রাজা ১৮, মুতুমবামি ১৭, মুটুমবোদজি ২৪, টিরিপানো ২, মুম্বা ১৩, এমপোফু ৯*; মুস্তাফিজ ৬-০-২২-১, সাইফ ৭-০-২২-৩, মাশরাফি ৬.১-০-৩৫-২, তাইজুল ৯-২-২৭-১, মিরাজ ৮-১-৩৩-২, মাহমুদউল্লাহ ৩-০-১২-০)
অধিনায়ক মাশরাফির শত উইকেট
নতুন স্পেলে ফিরে প্রথম বলেই উইকেট নিলেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে তার শততম উইকেটে ৩৯ ওভার ১ বলে ১৫২ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে।
টিনোটেন্ডা মুটুমবোদজি ছক্কায় ওড়াতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ককে। টাইমিং করতে পারেননি। ক্যাচ মুঠোয় জমান মোহাম্মদ সাইফ উদ্দিন। ৪৭ বলে ৩ চারে ২৪ রান করেন মুটুমবোদজি।
সাইফের তৃতীয় শিকার মুম্বা
ফেরার ম্যাচটা রাঙিয়ে রাখছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ব্যাট হাতে ঝড় তোলার পর বোলিংয়েও পাচ্ছেন সাফল্য। দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন কার্ল মুম্বাকে।
একটি করে ছক্কা ও চারে ১২ বলে ১৩ রান করেন মুম্বা। ৩৬ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১৩০/৯। ক্রিজে সবশেষ জুটি।