বিশেষ প্রতিবেদনরাজনীতি
আগামী ২১ মার্চ ভোট ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচন, তাপসের আসনে নৌকার প্রার্থী হতে চান খোকন
ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচন
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম: ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হতে শুক্রবার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন।
ঢাকা দক্ষিণের বিদায়ী মেয়র খোকন পরে এএনবি নিউজএজেন্সি ডটকমকে বলেন, “আমি মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছি। এখন সিদ্ধান্ত দলের।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হয়ে আবারও ভোটে দাঁড়াতে চেয়েছিলেন সাঈদ খোকন। কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য তাপসকে প্রার্থী করে। ১ ফেব্রুয়ারির নির্বাচনে তাপস জয়ীও হয়েছেন। এখন তার ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনে ২১ মার্চ ভোট হবে।