নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : আগ্রহী তরুণদের বেশিরভাগই ভেবেচিন্তে এলাকার বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছেন। আর অনাগ্রহীদের কেউ কেউ অতীতের কাউন্সিলরদের কর্মকাণ্ডে এতটাই হতাশ যে, তারা ভোটকেন্দ্রে যাওয়ারই প্রয়োজন অনুভব করছেন না।
ভোট নিয়ে আগ্রহ-অনাগ্রহের কেন্দ্রে ইভিএমকে রাখার কথা জানিয়েছেন মালিবাগের শান্তিবাগ এলাকার তরুণ তামিম আহমেদ।
তিনি এএনবি নিউজএজেন্সি ডটকমকে বলেন, “আমার ভোট দেওয়ার ইচ্ছা নেই। যেতেও পারি, নাও যেতে পারি। তবে যাওয়ার একটা কারণ আছে- ইভিএমে ভোটটা দেব, আগে কখনও দিইনি। একদিক দিয়ে মনে হচ্ছে ভোট দেব না, আবার মনে হচ্ছে ইভিএমে দিই।”
নিজের আগ্রহ না থাকলেও বাবা-মার কাছ থেকে ভোট দেওয়ার বিষয়ে উৎসাহ পাওয়ার কথা জানান তামিম।
১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইভিএমে।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।