অপরাধবিশেষ প্রতিবেদন
পৌনে দুই মণ সোনা উদ্ধার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
পৌনে দুই মণ সোনা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয় বলে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন হয়েছে ৬৪ কেজি।”
কারা এই সোনা এনেছে এবং কার কাছে এগুলো যাওয়ার কথা ছিল সে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।