পেঁয়াজ এর দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে গৃহিণীদের মানব বন্ধন
সিলেটে গৃহিণীদের ১০ দিন পেঁয়াজ ছাড়া রান্নার ঘোষণা
সিলেট প্রতিনিধি,এএনবি নিউজএজেন্সি ডটকম : বুধবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় শতাধিক গৃহিণী মানববন্ধনে যোগ দিয়ে এই ঘোষণা দেন।
পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন তারা। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পেঁয়াজ ছাড়াও রান্না হয়’, ‘পেঁয়াজ ছাড়া রান্না করুন’ ইত্যাদি।
বক্তব্যে তারা বলেন, পেঁয়াজ একটি নিত্যপণ্য। রান্না সুস্বাদু করার জন্য পেঁয়াজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রান্নায় আগামী ১০ দিন পেঁয়াজ বাদ দিয়ে দাম বাড়ার প্রতিবাদে গৃহিণীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
সিলেটের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মানববন্ধনে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেচ্ছা হক, নারীনেত্রী নুরুন নাহার বেবি, ফরিদা আলম, সামসুন্নাহার মিনু, ফাতেমা জান্নাত, ইয়াছমিন চৌধুরী, মারিয়াম চৌধুরী মাম্মি, নিলিমা হক, শাহেনা বেগম চৌধুরী উপস্থিত ছিলেন।