গ্লিটজ প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম : `তোমারই নাম লেখা’ শিরোনামে তার গাওয়া গানটি লিখেছেন বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল; সুর ও সংগীত করেছেন পাকিস্তানের সুরকার সালমান আশরাফ।
গানটি প্রসঙ্গে রবিউল আওয়াল বলেন, “এর আগেও আমার লেখা গান করেছিলেন সেলিম আশরাফ। এই গানটি রাহাত ফহেত আলী খান গাইবেন আমি জানতাম না। গানটি রিলিজ পাওয়ার পর পাঠিয়ে চমকে দিয়েছে সালমান আশরাফ।”
সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেল সোমবার প্রকাশ করা হয়েছে গানটি।