চট্টগ্রাম ব্যুরো, এএনবি নিউজএজেন্সি ডটকম: শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।
তিনি বলেন, “বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।”
তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল।
হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।