মো.ইসতিয়াক উদ্দিন চৌধুরী, এএনবি নিউজএজেন্সি ডটকম: ভারত রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যায়। এরপর টিসিবির বিক্রি শুরু হলে কিছুটা কমলেও গত কয়েক দিন ধরে আবার পেঁয়াজের দাম লাগামহীন হয়ে যায়।
গতকাল ঢাকার উত্তরা আজমপুর কাঁচা বাজারে দেশি পেঁয়াজ খুঁচরা ১০০-১১০ টাকায় বিক্রি হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী সাধারণ ক্রেতাগণের কাছ থেকে জানতে চাইলে, তারা দ্রুত পেঁয়াজের দাম স্বাভাবিক করে প্রশাসনের সু-দৃষ্টি কামনা আশা ব্যক্ত করছেন।