দৃষ্টি আকর্ষণ
ঝুঁকি নিয়ে জেব্রা ক্রসিং পারাপার
জীবনের ঝুঁকি নিয়ে পথচারিদের জেব্রা ক্রসিং রাস্তা পারাপার
মো.ইসতিয়াক উদ্দিন চৌধুরী, এএনবি নিউজএজেন্সি ডটকম: প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পথচারিরা জেব্রা ক্রসিং পার হচ্ছেন, নেই কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ।
রাজধানীর অনেক ব্যস্ততম জায়গাতেই এভাবেই জেব্রা ক্রসিং পার হচ্ছেন। এভাবে জেব্রা ক্রসিং পার হলে যেকোনো সময় হতে পারে বড় কোনো দূর্ঘটনা ।
গতকাল গুলশান থানার শাহ্জাদপুর বাসস্ট্যান্ড থেকে এভাবেই ক্যামেরা বন্দি হন পথচারিগণ। এ ব্যাপারে পথচারিদের কাছ থেকে জানতে চাওয়া হলে, তারা প্রসাশনের ট্রাফিক সু-নিয়ন্ত্রণ ও সু-দৃষ্টি কামনা আশা ব্যক্ত করছেন।