বিশেষ প্রতিবেদন
টানা ঘণ্টা দুয়েকের ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা
জ্যেষ্ঠ প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম: মঙ্গলবার দুপুরে এই বৃষ্টির পর রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে যায়। জলমগ্ন সড়কে ব্যাহত হয় যান চলাচল, যাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় থেমে থেমে চলছে বিভিন্ন যানবাহন। এতে করে নগরীর জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর এবং অন্যদিকে হাই কোর্ট এলাকা হয়ে শাগবাগের দিকে যানজট তৈরি হয়েছে।
অন্যদিকে পানিতে রাস্তা ডুবে যাওয়ায় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত বিভিন্ন স্থানে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা, মটরসাইকেল ও গাড়ি আটকে থাকে ।