নিউজ ডেস্ক, এএনবি নিউজএজেন্সি ডটকম: ভারত গতমাসে জম্মু-কাশ্মীরের সায়ত্ত্বশাসন কেড়ে নেওয়ার পর সেখানে যে তৎপরতা চালাচ্ছে তাতে আঞ্চলিক শান্তি বিপন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
টেলিভিশনে প্রচারিত একটি সাংবাদিক সম্মেলনে গফুর বলেন, “কাশ্মীর পরিস্থিতি ওই অঞ্চলের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে…কাশ্মীরে ভারতের কর্মকান্ড যুদ্ধের বীজ বপন করছে।”
“আঞ্চলিক এবং বিশ্বশান্তি বিনষ্ট হয় এমন পর্যায়ে আমরা এ সংঘাতকে নিয়ে যেতে চাই না।” গফুর এও বলেন যে, ভারতের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান পরমাণু অস্ত্র আগে ব্যবহার করবে না।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতের সঙ্গে পাকিস্তনের যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিলেন এবং পাকিস্তান প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছিলেন।