জ্যেষ্ঠ প্রতিবেদক, এএনবি নিউজএজেন্সি ডটকম: সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সংবিধানে লেখা আছে এদেশের মালিক জনগণ। আমরা ভোট দিতে পারব এই স্বপ্ন শহীদরা দেখেছিল, এদেশের মালিক হবে জনগণ- এই স্বপ্ন দেখেছিল।
“আজকে ভোট দেবার জন্য আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদেরকে যারা সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তারা স্বাধীনতার শত্রু, এরা হলে ইয়াহিয়া খানের উত্তরসূরি।”
কামাল হোসেন বলেন, “ভোট দেয়াটা শুধু না, শহীদরা যেটা আমাদেরকে আমানত হিসেবে দিয়ে গেছে.. এদেশের স্বাধীনতা.. আমরা এনেছি। এই স্বাধীনতাকে রক্ষা করার পথ হলে ভোট দেওয়া। ভোট দিয়ে তোমাদের সত্যিকারের যে প্রতিনিধি, তারা দেশ শাসন করবে।”
“অনির্বাচিতরা দেশ শাসন করবে- এর চেয়ে লজ্জার বিষয় কী হতে পারে? এখানে ভাইয়েরা বলেছেন, অনির্বাচিতরা এখন দেশ শাসন করছে। এটা আমরা মেনে নিতে পারি না।”